অনলাইন ডেস্ক, ২ সেপ্টেম্বর।। বছর কয়েক আগের কথা। হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের বিচ্ছেদ ঘিরে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল বলিউড।
সেই ঝামেলায় বিখ্যাত চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতারের নাম জড়িয়েছিলেন অভিনেত্রী, সুইসাইড গ্যাং-এর সদস্য বলে কটাক্ষও করেছিলেন।
সেই সূত্রেই বর্তমানে বম্বে হাইকোর্টে পরস্পরের মুখোমুখি কঙ্গনা ও জাভেদ। নায়িকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন কবি।
সম্প্রতি সেই মামলা বাতিল করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা। কিন্তু ওই আবেদনের রায় স্থগিত রেখেছে হাইকোর্ট।
কঙ্গনা ও তার বোন রঙ্গোলি চান্ডেলের অভিযোগ ছিল হৃতিকের সঙ্গে বিচ্ছেদ ঘিরে যখন তুমুল তোলপাড় শুরু হয়, তখন কঙ্গনাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন জাভেদ আখতার। বলেছিলেন, “হৃতিক ও তার বাবা খুবই প্রভাবশালী। তাই তাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে না গিয়ে কথা বলে বিষয়টি মিটিয়ে নাও। ”
কঙ্গনার মতে, সেটি পরামর্শ নয় রীতিমতো হুমকি ছিল। এরপর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জাভেদ আখতারের প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, বলিউডে একটি সুইসাইড গ্যাং আছে যারা প্রতিনিয়ত আউটসাইডারদের আত্মহত্যায় প্ররোচনা দেয়। তাদের মধ্যে অন্যতম জাভেদ আখতার।
এই অভিযোগের পরই মানহানির মামলা করেন বলিউডের অন্যতম দামি গীতিকার। তিনি জানান, দুজনের পরিচিত এক চিকিৎসকের সহায়তায় কঙ্গনাকে বাড়িতে ডেকে পরামর্শ দিয়েছিলেন, হৃতিকের সঙ্গে ঝামেলা মিটিয়ে নাও। কিন্তু কঙ্গনা তার কথা শুনতে ও মানতে নারাজ ছিলেন। এরপর আর কথা বাড়াননি জাভেদ আখতার।