অনলাইন ডেস্ক, ২ সেপ্টেম্বর।। কভিড-১৯ এর ভারতীয় ধরন ডেল্টা বুধবার বড়সড় একটি ঘোষণা দিতে বাধ্য করেছে প্যারামাউন্ট পিকচার্সকে। পিছিয়ে গেছে এ স্টুডিও’র বড় বাজেটের তিন ছবি। এর মধ্যে রয়েছে টম ক্রুজ অভিনীত ‘টম গান: মাভেরিক’ ও ‘মিশন: ইম্পসিবল ৭’। অন্য ছবিটি হলো ‘জ্যাকঅ্যাস ফরএভার’।
এর মধ্যে দুটি ছবি কমপক্ষে এক বছর পিছিয়েছে। আগামী বছর মেমোরিয়াল ডে উইকএন্ডে মুক্তির কথা ছিল ‘মিশন: ইম্পসিবল ৭’, সে ছবি মুক্তি পাবে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর।
অন্যদিকে ১৯ নভেম্বর থেকে ২০২২ সালের মেমোরিয়াল ২৭ মে মুক্তি পাবে ‘টপ গান: মাভেরিক’। আর ২০২১ সালের ২ অক্টোবর থেকে ‘জ্যাকঅ্যাস ফরএভার’ যাচ্ছে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি।
মহামারি পরিস্থিতিতে হলিউডের অল্প কিছু বক্স অফিস ছবির মধ্যে প্যারামাউন্টের একমাত্র অবদান ‘আ কোয়েট প্লেস পার্ট টু’। অন্যদিকে টম ক্রুজ অভিনীত দুই ব্লকবাস্টারের দিকে অনেক দিন ধরে তাকিয়ে আছে স্টুডিওটি। কিন্তু করোনার কারণে বারবার বিলম্বিত হচ্ছে মুক্তি। ছবি দুটি ১৫ কোটি ডলারের বেশি বাজেটে নির্মিত।
‘মিশন: ইম্পসিবল’ ও ‘টপ গান’ সিক্যুয়েলকে সফল করতে সারা বিশ্বের টিকিট কাউন্টারে প্যারামাউন্টের শক্ত অবস্থান দরকার।
কিন্তু অনেক দেশে সিনেমা হল জোরেশোরে খুললেও অবস্থা এখনো অনিশ্চিত। বিশেষ করে ডেল্টা নির্ভর করোনার পরবর্তী ঢেউ নিয়ে সারা বিশ্ব চিন্তিত।
এ দিকে পিছিয়ে যাওয়ায় কিয়ানু রিভসের ‘জন উইক ৪’-এর সঙ্গে টক্কর লাগতে পারে ‘টম গান’ সিক্যুয়েলের। এ ছাড়া প্যারামাউন্টের ফাঁকা স্লটকে কাজে লাগাতে মাঠে নেমেছে একাধিক স্টুডিও।