স্টাফ রিপোর্টার, খোয়াইয়ে, ১ সেপ্টেম্বর।। কোনরকম বৈধ অনুমতি ব্যাতিরেকে নিয়মবিধি বহির্ভূতভাবে খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগ উঠলো খোয়াইয়ের এক বিলাতি মদের দোকানের বিরুদ্ধে৷
ওই দোকানে মদের সেল্ কাউন্টারের সামনে দাঁড়িয়েই মদ্যপায়ীরা বোতলের ছিপি খুলে প্রকাশ্যে মদ্যপান করে বলেও অভিযোগ উঠেছে৷
নিয়মনীতি লঙ্ঘন করে সরকারি লাইসেন্সপ্রাপ্ত বিলাতি মদের দোকানে কিভাবে জল, পাপড়, চানাচুর, বাদাম ইত্যাদি বিক্রি হচ্ছে বা কাউন্টারের সামনে দাঁড়িয়ে মদ্যপান করার মতো ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷
এধরনের অভিযোগ উঠার পরও সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসন নিষ্ক্রিয় ও নির্বিকার রয়েছে বলে অভিযোগ উঠেছে৷ দপ্তর বা প্রশাসনের এধরনের উদাসীনতায় রহস্যের সৃষ্টি হয়েছে৷
স্বাভাবিক কারণেই উঠে আসছে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও৷ উল্লেখ্য, খোয়াই জেলা শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্কে পুলিশ ফাঁড়ির বিপরীত প্রান্তে সরকারি লাইসেন্সপ্রাপ্ত খোয়াই টাউন ফরেন লিকার সপ-নং ২ রয়েছে৷
এটি বিলাতি মদের সেল্ কাউন্টার৷ অভিযোগ উঠেছে যে, এখানে বিলাতি মদের সাথে দেদার বিক্রি হচ্ছে জলভর্তি বোতল, ভাজা পাপড়, চানাচুর, বাদাম ইত্যাদিও৷