Deputation: ১৪ দফা দাবিতে গৌরনগর ব্লকের বিডিওকে ডেপুটেশন ক্ষেতমজুর ইউনিয়নের

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২ সেপ্টেম্বর।। ক্ষেতমজুর ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে চৌদ্দ দফা দাবি আদায়ে গৌরনগর ব্লকের বিডিও-এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। কৃষক শ্রমিক ও ক্ষেতমজুরদের গুরুত্বপূর্ণ ১৪দফা দাবিতে বৃহস্পতিবার ঊনকোটি কৈলাসহরের গৌরনগর ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ডেপুটেশন প্রদানের পূর্বে দলীয় কর্মী সমর্থকরা গৌরনগর বাজারে অবস্থিত দলীয় অফিসে মিলিত হয়ে দলীয় অফিস থেকে মিছিল বের করে।

মিছিলটি গৌরনগর বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গৌরনগর ব্লকের বিডিও অফিসে এসে অফিস প্রাঙ্গণে এক সভায় মিলিত হয়। সভায় দলের বিভিন্ন নেতৃত্ব চৌদ্দ দফা দাবির সমর্থনে বক্তব্য রাখেন। সভা চলাকালীন পাঁচ জনের এক প্রতিনিধি দল বিডিও রামেশ্বর চক্রবর্তীর নিকট ডেপুটেশনে মিলিত হন।

ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন ক্ষেতমজুর ইউনিয়নের ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কান্তিলাল দেব, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক মুকুট আলী, কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি বিপুল সিনহা, মহকুমা কমিটির সদস্যা মাধুরি চক্রবর্তী। ডেপুটেশনের পূর্বে দলীয় মিছিলে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিল।

ডেপুটেশন শেষে বিডিও অফিস প্রাংগনে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক কান্তি লাল দেব বলেন- , সরকারের আমলে কৃষক ক্ষেতমজুর সহ সকল মানুষের স্বার্থ বিঘ্নিত হচ্ছে।

সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালন করছে না। সমস্যায় পড়েছেন কৃষক ক্ষেতমজুর শ্রমিকসহ সকল অংশের মানুষজন।

অবিলম্বে দাবি পরণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?