Cricket: রানের ধারা অব্যাহত রেখেছেন পল স্টার্লিং, আয়ারল্যান্ড ৪০ রানে জয়ী

অনলাইন ডেস্ক, ২ সেপ্টেম্বর।। রানের ধারা অব্যাহত রেখেছেন পল স্টার্লিং। এবার ৩০ বছর বয়সী অলরাউন্ডারের অপরাজিত সেঞ্চুরির সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড।

ব্রিডি ক্রিকেট ক্লাবে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন স্টার্লিং। তার ঝড়ো সেঞ্চুরিতে ২ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ পায় আইরিশরা।

স্টার্লিয়ের ৭৫ বলে ১১৫* রানের ইনিংসটি সাজানো ছিল ৮ ছয় ও ৮ চারে।  এ ছাড়া অধিনায়ক অ্যান্ডি বালবির্নি করেন ৩১ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্টার্লিংয়ের এটি প্রথম সেঞ্চুরি। তৃতীয় আইরিশ হিসেবে সীমিত ওভারের এই ক্রিকেটে শতকের দেখা পেলেন তিনি।

১৭৯ লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। তাদের সর্বোচ্চ পার্টনারশিপ হয়েছে মাত্র ২৮ রানের। দলের হয়ে ১৮ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। তার ব্যাটিংয়ে কিছুটা আশা জাগিয়েছিল জিম্বাবুয়ে। এ ছাড়া রায়ান বার্লের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান।

আয়ারল্যান্ডের হয়ে ১১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মার্ক অ্যাডায়ার। দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন জশ লিটল, বেন হোয়াইট ও শেন গেটকাটে।

দুই দলের পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জেতে জিম্বাবুয়ে। পরের দুই ম্যাচ জিতেছে আয়ারল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ১৭৮/২ (২০ ওভার): স্টার্লিং ১১৫*, বালবির্নি ৩১; বার্ল ১/৩০. জংয়ে ১/৩৭

জিম্বাবুয়ে: ১৩৮ (১৮.২ ওভার): আরভিন ৩৩; অ্যাডায়ার ৩/১১, লিটল ২/১৮, গাটকাটে ২/৩২, হোয়াইট ২/২৩

আয়ারল্যান্ড ৪০ রানে জয়ী।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?