অনলাইন ডেস্ক, ২ সেপ্টেম্বর।। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দলে চার নতুন মুখকে জায়গা দিয়েছেন নির্বাচকেরা।
তারা হলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ হারিস, পেসার মোহাম্মদ ওয়াসিম ও শাহনেওয়াজ দাহানি, লেগস্পিনার জাহিদ মাহমুদ।
এ ছাড়া দলে ফিরেছেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। এই দুই তারকা সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের ৩ নভেম্বর, জিম্বাবুয়ের বিপক্ষে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ১৭ সেপ্টেম্বর, রাওয়ালপিন্ডিতে। পরের দুই ওয়ানডে হবে ১৯ ও ২১ সেপ্টেম্বর, একই ভেন্যুতে।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাদাব খান, শাহীন আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও জাহিদ মাহমুদ।