স্টাফ রিপোর্টার, কমলপুর, ২ সেপ্টেম্বর।। তৃনমূল কংগ্রেসের দলীয় কর্মীদের উপর বিজেপি দলের আক্রমন, গ্যাস সহ বিভিন্ন দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার কমলপুর হালহালি বাজারে প্রতিবাদ মিছিল করল কমলপুর তৃনমূল কংগ্রেস। রাজ্যে প্রতিনিয়ত তৃনমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমন সংঘটিত করে চলেছে একাংশের শাসক দলের দুর্বৃত্তরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে ।অগ্নি মূল্যের প্রতিবাদে বৃহস্পতিবার কমলপুরের হালহালি বাজারে তৃনমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি বাজারের সমস্ত পথ পরিক্রমা করে হালহালি– দেবীছড়া রাস্তার চৌমাথায় এসে সমাপ্ত হয়। প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ধলাই জেলার সাধারন সম্পাদক ব্রজ গোপাল ধর। মিছিল সংগঠিত করে ধলাই জেলার তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক ব্রজ গোপাল ধর বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হওয়ার আগে রাজ্যবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি তারা পালন করেনি। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে। জনগন এর যোগ্য জবাব দিতে প্রস্তুত। বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিতে শুরু করেছেন রাজ্যবাসী। সংগঠনকে মজবুত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।ধলাই জেলার তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক ব্রজ গোপাল ধর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের প্রতি বিজেপির নেতৃত্বাধীন সরকারের প্রতারণার প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।