স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১ সেপ্টেম্বর।। তিন দুস্কৃতীর দ্বারা আক্রান্ত বিধায়ক সুধন দাসের ব্যক্তিগত গাড়ির চালক৷ ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে বিধায়কের ব্যক্তিগত গাড়ির চালক বাবলু সুর বিলোনিয়া বড়পাথাড়ি এলাকায় থেকে তার নিজ গাড়ি মারুতি অল্টো নিয়ে বিলোনিয়া রাজনগর এলাকায় বাড়ির জায়গায় বিষয় নিয়ে তার ভাই এর সঙ্গে কথা বলার জন্য গেলে, হঠাৎ তিন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে বলে জানান বিধায়ক সুধন দাসের ব্যক্তিগত গাড়ির চালক বাবলু সুর।
দুষ্কৃতীরা হলো বিমল পাল, বাসুদেব দাস ও জীবন সরকার৷ পরবর্তীতে কোন রকম ভাবে প্রাণের ভয়ে বিলোনিয়া রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আশ্রয় নেন বিধায়কের গাড়ি চালক বাবলু সুর৷
রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গেলে তাকে প্রাথমিক চিকিৎসার পর কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করে দেন৷
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রান্ত গাড়ির চালক এবং তার স্ত্রী জানান, সুস্থ হওয়ার পর ওই তিন দুষ্কৃতীর বিরদ্ধে পি আর বাড়ি থানায় অভিযোগ জানানো হবে৷