অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হতে আগ্রহী ছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান নাকি তাকে সবুজ সংকেত দেননি। এমন খবরে বেজায় চটেছেন ওয়াসিম আকরাম। বলেছেন, তিনি কখনোই পিসিবি প্রধানের চেয়ারে বসতে আগ্রহ দেখাননি।
পিসিবির সূত্রের বরাত দিয়ে সোমবার ওয়াসিম আকরামকে নিয়ে খবর প্রকাশ করেছিল ভারতের সংবাদ সংস্থা পিটিআই। টাইমস অব ইন্ডিয়াও প্রকাশ করে সংবাদটি।
পরদিনই টুইট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ওয়াসিম আকরাম। লিখেছেন, ‘দয়া করে, এই ধরনের ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। সূত্রগুলো ঠিক রাখুন। পিসিবি চেয়ারম্যানের পদ একটি বিশেষায়িত কাজ এবং আমি কখনোই এতে আগ্রহী ছিলাম না…।’
সংবাদমাধ্যমে খবর, পিসিবির নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন রমিজ রাজা। ওয়াসিম আকরাম সাবেক সতীর্থকে অভিনন্দনও জানিয়েছেন।