অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। লিওনেল মেসির পর বার্সেলোনা ছাড়লেন আঁতোয়া গ্রিজম্যান। দল-বদলের শেষদিনে লা লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদে ফিরে গেলেন ফরাসি ফরোয়ার্ড।
ক্যাম্প ন্যু থেকে ধারে এক বছরের চুক্তিতে ওয়ান্দা মেত্রোপোলিতানোতে গেলেন গ্রিজম্যান। ৩০ বছর বয়সী তারকা অ্যাতলেতিকোতে খেলোয়াড়ি পারিশ্রমিক পাবেন এবং চুক্তিতে স্থায়ী ট্রান্সফারের বাধ্যতামূলক ক্লজও রয়েছে।
গ্রিজম্যান ক্লাব ক্যারিয়ারের সোনালি সময় কাটিয়েছেন অ্যাতলেতিকোকে। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে নিজের প্রথম দফায় ২৫৭ ম্যাচে ১৩৩ গোল করেন তিনি। ২০১৯ সালে অ্যাতলেতিকো ছেড়ে ১০৭ মিলিয়ন পাউন্ডের বাইআউট ক্লজে বার্সায় যোগ দেন দেন ‘গ্রিজি’।
কিন্তু অ্যাতলেতিকোর ফর্ম ক্যাম্প ন্যুয়ে নিয়ে আসতে পারেননি ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ড। পরিশ্রম করা সত্ত্বেও ১০২ ম্যাচে করেছেন মাত্র ৩৫ গোল। বার্সার জার্সিতে জিতেছেন কেবল কোপা দেল রে।
১১তম খেলোয়াড় হিসেবে আর্থিকভাবে সংগ্রাম করে এই মৌসুমে ক্যাম্প ন্যু ছাড়লেন গ্রিজম্যান। এই তালিকায় আছেন মেসিও। ক্লাবের পারিশ্রমিক কাঠামোর সঙ্গে বনিবনা না হওয়ায় চলতি মৌসুমে কাতালান জায়ান্টদের ছেড়ে পিএসজিতে যোগ দেন বার্সার সর্বকালের সর্বোচ্চ এই গোলস্কোরার।
দল-বদলের শেষদিনে গ্রিজম্যান ছিলেন বার্সার তৃতীয় ট্রান্সফার। তার আগে ব্রাজিলিয়ান রাইট-ব্যাক এমারসন রয়্যালকে ২৪.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে টটেনহামে বিক্রি করে দেয় তারা। মিডফিল্ডার ইলিয়াক্স মোরিবাকে লাইপজিগে বিক্রি করেছে ১৩.৭ মিলিয়ন পাউন্ডে।
গত মৌসুমে বার্সেলোনা ছেড়ে অ্যাতলেতিকোর সঙ্গে চুক্তি করেন লুইস সুয়ারেস। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে গিয়েই কোচ দিয়েগো সিমিওনের অধীনে লা লিগা জিতেন উরুগুইয়ান ফরোয়ার্ড।
এদিকে, ২৬ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার সাউল নিগুয়েজকে এক মৌসুমের জন্য ধারে চেলসিতে পাঠিয়েছে অ্যাতলেতিকো।