Ram Sharan: দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে ঘুরে বেড়ানো একজন সাধারণ মানুষ রাম শরণ অবসর নিলেন

অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। সংসদে মন্ত্রীরা এসেছেন, গিয়েছেন। প্রতি পাঁচ বছরে বদলেছে অনেক মুখ। কিন্তু যাঁর কোনও বদল হয়নি তিনি হলেন রাম শরণ ‘পোস্টম্যান’। গত ২১ বছর ধরে সংসদের অলিন্দে তাঁর পদচারণা। এক দফতর থেকে আরেক দফতরে বয়ে নিয়ে গিয়েছেন বহু গুরুত্বপূর্ণ চিঠি। দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে ঘুরে বেড়ানো একজন সাধারণ মানুষ রাম শরণ অবসর নিলেন মঙ্গলবার।

অবসর নেওয়ার আগের দিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কারও কোনও অভিযোগ নেই। নির্ভুল ঠিকানায় নির্ভুল ‘ডাক’ পৌঁছে দিয়েছেন। রাম শরণ বলেন, যদি কোনও ভুলত্রুটি হত বা অভিযোগ থাকত তাহলে ২১ বছর ধরে এই গুরুদায়িত্ব পালনের ভার থাকত না তাঁর উপর। ডাক পরিষেবা থেকে বিদায় নেওয়ার আগের দিন এমনটাই জানালেন তিনি। শুক্রবার শেষবারের মতো ‘ডাক’ নিয়ে গেছেন তিনি। সংসদভবনে দীর্ঘ কর্মজীবনের পর এখন কী করবেন তিনি?

রাম শরণ বলেন, আগে সংসদ মার্গের রেড ক্রস ভবনের বাইরে দাঁড়িয়ে শান্তিতে চুমুক দেবেন চায়ে এবং চা খেতে খেতে ফেলে আসা দিনগুলির কথা স্মরণ করবেন। তিনি বলেন,”আমি কাউকে কখনও হতাশ করিনি। কেউ যদি বলতেন যে তাঁর চিঠি যায়নি, আমি তা পাঠানোর বন্দোবস্ত করতাম বা অন্তত জানতাম কোথায় সেটি আটকে রয়েছে।

প্রবীণ মন্ত্রী হোক বা আমার, আপনার মতো সাধারণ মানুষ–আমার কাজ ছিল তাঁদের চিঠিপত্র পৌঁছে দেওয়া আর সেটা আমি যতটা সম্ভব ভালভাবে করতে পারতাম করেছি।” ২০০০ সালে তিনি যখন সংসদে কাজে ঢোকেন তখন কেউ এই দায়িত্ব নিতে চাইতেন না। এর কারণ হল, ভুলভুলাইয়ার মতো সব বারান্দা ও প্রায় একই রকম ঘর-দরজা।

অনেকের গুলিয়ে যায়। এখানে চাকরি করতে লোক ভয় পেত। শুরুর দিকে তাঁরও গুলিয়ে যেত, কিন্তু তারপর সংসদভবনের ছবিটা নিজের মাথায় ঢুকিয়ে নেন। আর ভুল হয়নি। বিদায়বেলায় তিনি বলেন,”স্কুলে আমার নাম ছিল রাম শরণ বর্মা। পরে ‘বর্মা’ বাদ দিই। এখন সবাই আমাকে রাম শরণ পোস্টম্যান হিসাবেই চেনেন। এটাই আমার পরিচয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?