অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। স্পেনে ফিরলেন রাদামেল ফ্যালকাও। ৮ বছর পর লা লিগায় দেখা যাবে কলম্বিয়ান ফরোয়ার্ডকে। অন্যদিকে সেভিয়া থেকে ধারে লুক ডি ইয়ংয়ের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।
দল-বদলের শেষদিনে রায়ো ভায়েকানোর সঙ্গে চুক্তি করেছেন ফ্যালকাও। অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দেওয়ার পর এবারই প্রথম লা লিগায় ফিরলেন ৩৫ বছর বয়সী তারকা।
চলতি মৌসুমে ভায়েকানো একজন সেন্টার-ফরোয়ার্ড খুঁজছিল। যিনি গোলের গ্যারান্টি দিতে পারেন। আর সে জায়গায় তাদের চোখ পড়ল ফ্যালকাওয়ের ওপর। স্প্যানিশ ক্লাবটিও নিয়ে এলেন ‘টাইগার’কে।
কলম্বিয়ার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ খেলতে চান ফ্যালকাও। সেই বাসনা পূরণ করতে স্পেনে ফিরলেন তিনি। বিশ্বকাপের আগ পর্যন্ত নিয়মিত খেলতে চান ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির সাবেক এই ফরোয়ার্ড। তার জন্য ভায়েকানোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ফ্যালকাও।
অ্যাতলেতিকোর জার্সিতে মাত্র দুই মৌসুম খেলে ৭০ গোল করেন তিনি। এরপর মোনাকোর সঙ্গে আগেভাগেই চুক্তি নিষ্পত্তি করে ফ্রি টান্সফারে যোগ দেন টার্কিশ ক্লাব গ্যালাতাসারাইয়ে।
এর মাঝে ফ্যালকাও কয়েকটি ইতালিয়ান ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ভায়েকানোর সঙ্গে চুক্তি করলেও এখনো ক্লাবের ঠিকানা মাদ্রিদে ফেরেননি তিনি। বর্তমানে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের সঙ্গে বলিভিয়ার লা পাজে আছেন ‘টাইগার’।
অন্যদিকে বার্সেলোনা থেকে ধারে অ্যাতলেতিকো মাদ্রিদে ফিরেছেন আঁতোয়া গ্রিজম্যান। তার বিকল্প হিসেবে আক্রমণের জন্য সেভিয়া থেকে ধারে ডি ইয়ংকে ক্যাম্প ন্যুয়ে এনেছে কাতালান জায়ান্টরা।
অবশ্য এই চুক্তিপত্রে ৩১ বছর বয়সী সুইস স্ট্রাইকারের সঙ্গে আগামী জুনে স্থায়ী চুক্তির অপশনও রয়েছে। সেভিয়ায় দুই মৌসুম কাটিয়ে ক্যাম্প ন্যুয়ে এলেন ডি ইয়ং।