অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। স্থগিত থাকা আইপিএলের বাকি অংশ হবে আরব আমিরাতে। তার জন্য রাজস্থান রয়্যালসে যোগ দেবেন ওশানে থমাস ও এভিন লুইস। দুই ইংলিশ তারকা বেন স্টোকস ও জস বাটলের পরিবর্তে এই দুই ক্যারিবিয়ানকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মানসিক স্বাস্থ্যের জন্য অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে দূরে আছেন স্টোকস। অন্যদিকে জন্মের অপেক্ষায় থাকা দ্বিতীয় সন্তানের জন্য টুর্নামেন্টের বাকি অংশে থাকছেন না বাটলার।
গত জুলাইয়ে বিরতিতে যাওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্ত জানান স্টোকস। আর বাটলার ভারতের বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজের তিনটিতে খেলেছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড স্কোয়াড ছেড়েছেন এই ব্যাটসম্যান-উইকেটরক্ষক।
থমাস এর আগে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। নিয়েছেন পাঁচ উইকেট। অন্যদিকে ২০১৮-১৯ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন লুইস। দলটির হয়ে ১৬ ম্যাচে ৪৩০ রান করেছেন তিনি। রাজস্থান থমাস-লুইস সতীর্থ হিসেবে পাবেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে।
রাজস্থান রয়্যালস এর আগে অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলার দক্ষিণ আফ্রিকান লেগস্পিনার তাবরাইজ শামসিকে দলে নেয়। জোফরা আর্চারের পরিবর্তে নেওয়া হয় গ্লেন ফিলিপসকে।স্থগিত হওয়া আইপিএলে সাত ম্যাচ খেলে তিন জয়ে পঞ্চম স্থানে আছে রাজস্থান রয়্যালস।