অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। অবকাঠামো প্রকল্পের আড়ালে এবার উত্তর শ্রীলঙ্কায় এবং তামিল আদিবাসী সম্প্রদায়ের ভেতরেও প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে চীন। যা ভারতের জন্য বড় উদ্বগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন এর মধ্যেই সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে কৌশলে শ্রীলঙ্কায় ঢুকে পড়েছে। এখন সেখানে তারা তাদের উপস্থিতি জানান দিতে কাজ করছে।
একটি সূত্র জানিয়েছে, চীন অর্থনৈতিক তৎপরতার ভেতর দিয়ে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় প্রদেশে যে উন্নয়ন প্রকল্পসমূহ হাতে নিয়েছে, সেগুলোই চীনের রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও ভূমিকা রাখবে। ভারতের জন্য যা মোটেই সুখকর সংবাদ হবে না।সূত্রটি আরও জানায়, এর আগে চীনা প্রকল্পগুলি মূলত দক্ষিণ শ্রীলঙ্কায় সীমাবদ্ধ ছিল। গোতাবায়া রাজাপক্ষ সরকার এখন শ্রীলঙ্কার উত্তরাঞ্চলেও বেশ কয়েকটি চীনা উদ্যোগকে অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে জাফনার তিনটি দ্বীপে চীনের হাইব্রিড বায়ু ও সৌরশক্তি প্রকল্পের অনুমোদন দেয় শ্রীলঙ্কা। প্রকল্পগুলি তামিলনাড়ু উপকূল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হওয়ায় ভারত এর বিরোধীতা করেছিল। ভারত, শ্রীলঙ্কাকে এই প্রকল্পের জন্য ১২ মিলিয়ন ডলার ঋণও দিতে চেয়েছে।
এছাড়া, কলম্বো বন্দরে ইস্ট কনটেইনার টার্মিনাল গড়ে তুলতে জাপানের সাথে যৌথভাবে ত্রিপক্ষীয় চুক্তির জন্যও ভারত শ্রীলঙ্কার ওপর বিরক্ত। ত্রিনকোমালিতে তেলের ট্যাঙ্ক খামার প্রকল্পকে ঘিরেও ভারতের সাথে শ্রীলঙ্কার তীব্র মতবিরোধ রয়েছে। শুধু শ্রীলঙ্কাতেই নয় বরং পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের (আইওআর) সেশেলেস, মরিশাস, মালদ্বীপ, বাংলাদেশ, মায়ানমার এবং পূর্ব আফ্রিকার দেশগুলোতেও সমুদ্রবন্দর কেন্দ্রিক যোগাযোগ তৈরি করে চীন তার প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।