World Cup: বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন তিন ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে উরুগুয়ে

অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন তিন ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে উরুগুয়ে। বড় দুই তারকাকে স্কোয়াডে পাচ্ছে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এডিনসন কাভানির পর লুইস সুরারেসকেও হারাল উরুগুয়ে।যুক্তরাজ্য সরকারের কোয়ারেন্টিন নীতিমালা এবং প্রিমিয়ার লিগের দলগুলো খেলোয়াড় না ছাড়তে চাওয়ায় আন্তর্জাতিক বিরতিতে ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার কাভানি যোগ দিতে পারছেন না জাতীয় দলের সঙ্গে। বিরতির সময় ওল্ড ট্রাফোর্ডেই থাকতে হচ্ছে ৩৪ বছর বয়সী তারকাকে।

কাভানিকে না পাওয়ার ধাক্কা সয়ে ওঠার আগে সুয়ারেসের চোটের খবর শুনল উরুগুয়ে। হাঁটুতে চোট পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড।রবিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্রয়ের ম্যাচে এই চোট পান সুয়ারেস। তার আগে দলের প্রথম গোলটি করেন তিনি। চোটে পড়ায় ৭০তম মিনিটে ৩৪ বছর বয়সী তারকাকে তুলে নেন কোচ দিয়েগো সিমিওনে।

সোমবার লা লিগ চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানায়, এমআরআই স্ক্যানে সুয়ারেসের বাম হাঁটুতে চোট ধরা পড়েছে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন না বলে উরুগুয়ে ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে ক্লাবের চিকিৎসকেরা।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগামী শুক্রবার পেরুর মুখোমুখি হবে উরুগুয়ে। এরপর মঙ্গলবার অস্কার তাবারেজের শিষ্যরা খেলবে বলিভিয়ার বিপক্ষে। ১০ সেপ্টেম্বর উরুগুয়ের প্রতিপক্ষ ইকুয়েডর।বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে সমান দুটি করে জয়, হার ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। দুইয়ে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১২।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?