অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। পেশাদারি ক্যারিয়ার যেখানে শুরু করেছিলেন সেখানেই ফিরলেন উইলিয়ান। চেলসি-আর্সেনাল অধ্যায় শেষে দ্বিতীয় মেয়াদে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী উইঙ্গার।ঘরে ফেরার জন্য গানারদের সঙ্গে সোমবার আগেভাগেই চুক্তি নিষ্পন্ন করেছেন উইলিয়ান। তার জন্য আর্সেনাল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘ক্যারিয়ারে সব সময় আমি সেরা হওয়ার জন্য সবকিছু করে গেছি এবং তা করতে থাকব। আমি সব সময় জিততে চেয়েছি এবং আমি বুঝেছি, তা করতে না পারার বিষয়টা গ্রহণ করা কঠিন।’এরপর গানারদের কাছে ক্ষমা চেয়ে উইলিয়ান লেখেন, ‘দুর্ভাগ্যবশত আর্সেনালে থাকতে আমার ক্ষেত্রে তা ঘটেনি এবং আমি তার জন্য দুঃখিত।’
২০২০ সালের আগস্টে ফ্রি ট্রান্সফারে চেলসি ছেড়ে এমিরেটসে আসেন ৩৩ বছর বয়সী এই উইঙ্গার। আর্সেনালের সঙ্গে তিন বছরের চুক্তিতে উইলিয়ান সাপ্তাহিক বেতন পেতেন ২ লাখ পাউন্ডেরও বেশি।
তবে তার জন্য সমালোচনাও শুনতে হয়েছে উইলিয়ানকে। ‘আর্থিক কারণে’ তিনি আর্সেনালে যোগ দেন মনে করেন অনেকে। এবার এমিরেটসে মাত্র এক মৌসুম কাটিয়ে করিন্থিয়ানসের সঙ্গে চুক্তি করেও গানার সমর্থকদের সমালোচনার মুখে পড়েন এই তারকা।আর্সেনালে যাওয়ার আগে ৭ বছর চেলসির জার্সিতে খেলেছেন উইলিয়ান। ব্রাজিলের হয়ে ৭০ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।