অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন রুবেন দিয়াস। ২০২৭ পর্যন্ত ইতিহাদে থাকবেন এই পর্তুগিজ ডিফেন্ডার। অন্যদিকে চেলসি থেকে ধারে এসি মিলানে যোগ দিলেন ফরাসি মিডফিল্ডার টাইমোউ বাকায়েকো।
গত বছরের সেপ্টেম্বরে ৬৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বেনফিকা ছেড়ে ৬ বছরের চুক্তিতে সিটিতে যোগ দেন দিয়াস। ২৪ বছর বয়সী তারকা সিটির জার্সিতে জিতেছেন প্রিমিয়ার লিগ ও কারাবো কাপ। এ ছাড়া সিটিজেনদের প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে সাহায্য করেন তিনি।
গত মৌসুমে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন এবং প্রিমিয়ার লিগ প্লেয়ারের পক্ষ থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন দিয়াস।সিটির হয়ে এখন পর্যন্ত ৫০ ম্যাচ খেলেছেন তিনি। ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেরা ডিফেন্ডার নির্বাচিত হন এই পর্তুগিজ তারকা।অন্যদিকে, এর আগেও বাকায়েকো ধারে মিলানে খেলেছেন। ২০১৯-১৯ মৌসুমের পর চেলসি থেকে ফের দ্বিতীয়বারের মতোন সান সিরোতে যাচ্ছেন ২৩ বছর বয়সী তারকা।
ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচ মাঠে নামা বাকায়েকো ২০১৭ সালে ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মোনাকো থেকে স্টামফোর্ড ব্রিজে আসেন। চেলসির জার্সিতে কেবল নিজের প্রথম মৌসুমে মাঠে নামার সুযোগ হয় তার। সেবার সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলেন তিনি।কিন্তু পরের মৌসুমে ধারে যোগ দেন মিলানে। সেখান থেকে ২০১৯ সালর আগস্টে ধারে ফেরেন মোনাকোতে। ফরাসি ক্লাবটি থেকে গত বছরের অক্টোবরে ধারে যোগ দেন নাপোলিতে।