অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়ে যে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছেন তা আর অজানা নয় কারও। এবার তার ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। এক দশকেরও বেশি সময় পর ওল্ড ট্রাফোর্ডে ফিরলেন পর্তুগিজ উইঙ্গার।রেড ডেভিলদের সঙ্গে ১৫ মিলিয়ন ইউরোতে (১২.৮৫ মিলিয়ন পাউন্ড) দুই বছরের চুক্তি করেছেন রোনালদো। তার মধ্যে আরও ৮ মিলিয়ন ইউরো অন্যান্য বাবদ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই বছরের চুক্তি ছাড়াও পরে দুই পক্ষের সমঝোতায় চুক্তিটা আরও এক বছর বাড়তে পারে।
এদিকে, রোনালদোকে বিদায় জানিয়েছে জুভেন্টাস। মঙ্গলবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ৩৬ বছর বয়সী তারকার একটি ছবি পোস্ট করে বিদায় জানায় তুরিনের বুড়িরা।রোনালদোর অভাব পূরণে দল-বদলের শেষদিনে মইস কিনের সঙ্গে সঙ্গে চুক্তি করেছে জুভরা। এভারটন থেকে দুই বছরের চুক্তিতে ধারে ফের তুরিনে যাচ্ছেন এই ইতালিয়ান স্ট্রাইকার।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ইউনাইটেডে নিজের প্রথম মেয়াদে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেন। ২০০৯ সালে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। এরপর ২০১৮ সালে চুক্তি করেন জুভেন্টাসের সঙ্গে। গত মৌসুমে তুরিনের বুড়িদের হয়ে ২৯ গোল করে সিরি’আর সর্বোচ্চ গোলদাতা হন তিনি।
তুরিনের সঙ্গে তিন বছরের সম্পর্ক শেষে ফের ওল্ড ট্রাফোর্ডে ফিরলেন রোনালদো। জুভদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০১ গোল করেছেন তিনি। জিতেছেন ৫টি ট্রফি।অথচ শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল, ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন তিনি। কিন্তু সাবেক ক্লাবের অনুরোধ ফেলতে পারেননি সিআর সেভেন। যোগ দিলেন ইউনাইটেডে।