Penalty: নরওয়ে সীমান্তে বসে রাশিয়ার দিকে মূত্রত্যাগ করলে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা

অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। অনেকেই ভ্রমণ করার সময় খোলা স্থানেই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফেলেন বিশেষ করে যেখানে সেখানেই প্রস্রাব করেন।

কিন্তু আপনার ভ্রমণের স্থান যদি নরওয়ে-রাশিয়া সীমান্ত হয়ে থাকে, তবে সাবধান! কারণ আপনি যদি নরওয়ে সীমান্তে বসে রাশিয়ার দিকে মূত্রত্যাগ করেন, তাহলে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

নরওয়ে-রাশিয়া সীমান্ত সংলগ্ন নদীর তীরে ভ্রমণকারীদের ‘রাশিয়ার দিকে মূত্রত্যাগ করা যাবে না’, এমন সতর্কতামূলক লেখা সংবলিত একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। নরওয়ে ও রাশিয়াকে আলাদা করেছে জাকোবসেলভার নামক নদী।

এই নদী তীরে কালো মোটা হরফে ইংরেজি ভাষায় ‘নো পিয়িং টুওয়ার্ডস রাশিয়া’ লেখা সংবলিত সাইনবোর্ডটি সাঁটানো হয়েছে। আইনটি অমান্য করলে আইন লঙ্ঘণকারীকে ৩ হাজার ক্রোনার (২৯০ ইউরো, ৩৪০ ডলার) বা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার টাকা জরিমানা গুনতে হবে।

সাইনবোর্ডটি সরকারি সাইনপোস্টের পাশে রাখা হয়েছে, যা মানুষকে সতর্ক করে দিয়ে জানিয়ে দেয় যে এলাকাটি নরওয়ের সীমান্তরক্ষীদের মাধ্যমে ভিডিও নজরদারির আওতায় রাখা হয়েছে। ‘সাইনবোর্ডটি সচেতনতার উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে, যাতে করে ভ্রমণকারীরা আক্রমণাত্মক আচরণের বিরুদ্ধে সতর্ক হতে পারে’- এমনটাই মনে করেন নরওয়ের বর্ডার কমিশনার জেনস-আর্ন-হইলুন্ড।

হইলুন্ড বলেন, এই এলাকাটি নরওয়ের পর্যটকদের জন্য জনপ্রিয়, যেখানে নদী থেকে কয়েক মিটার দূরেই রাশিয়া দেখতে পাওয়া যায়। তবে ‘প্রকৃতিতে মূত্রত্যাগ করা আপত্তিকর কিছু নয়। কিন্তু এটি আপনার উদ্দেশ্য বা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। এ কারণে এটি সীমান্তে আক্রমণাত্মক আচরণ নিষিদ্ধ করা আইনের আওতায় পড়ে। ’

প্রতিবেশী রাজ্য অথবা এর কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে সীমান্তে আক্রমণাত্মক আচরণ নিষিদ্ধ করে নরওয়ে একটি আইনই যথারীতি বাস্তবায়ন করছে।

নরওয়ে এবং রাশিয়ার মধ্যে প্রতিবেশী সম্পর্ক রক্ষার চুক্তিগুলো সব সময়ই সম্মানজনক পর্যায়ে রয়েছে বলে দাবি করে নরওয়ের বর্ডার কমিশনার হইলুন্ড জানিয়েছেন যে, ‘রুশ কর্তৃপক্ষ সীমান্তে প্রস্রাবের ঘটনা নিয়ে কখনো অভিযোগ করেনি। ’

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?