Jordan Henderson: লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন জর্ডান হেন্ডারসন

অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। লিভারপুলের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন জর্ডান হেন্ডারসন। ২০২৫ পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন অলরেড অধিনায়ক।লিভারপুলে আরও দুই বছরের চুক্তি বাকি ছিল হেন্ডারসনের। এবার তার সঙ্গে বাড়িয়ে নিলেন আরও দুই বছর।

অলরেডদের হয়ে এক দশকেরও বেশি সময়ে ৩৯৪ ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার। ২০১১ সালে সান্ডারল্যান্ড ছেড়ে অ্যানফিল্ডে আসেন তিনি।

লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জেতা সবশেষ খেলোয়াড় হিসেবে নতুন চুক্তি করলেন হেন্ডারসন। তার আগে ফাবিনহো ও অ্যান্ডি রবার্টসনের সঙ্গে চুক্তি নবায়ন করে অলরেডরা।

হেন্ডারসনের দুর্দান্ত পারফরম্যান্স ৩০ বছর পর লিভারপুলকে ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ জেতাতে সাহায্য করে। অধিনায়ক হিসেবে তিনি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ‍ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?