অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে (ডুরান্ড লাইন) পাকিস্তান কর্তৃক কাঁটাতারের দেয়াল নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তালেবান। পাকিস্তান ভিত্তিক পশতু টিভি স্টেশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই উদ্বেগ প্রকাশ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
পাকিস্তানের সাথে আফগানিস্তানের ২৬৪০ কিলোমিটারের যে স্থল-সীমান্ত রয়েছে তাতে এই কাঁটাতারের দেয়াল নির্মাণ করেছে পাকিস্তান। দুর্গম পাহাড়, ঘন জঙল, পাথুরে পথ জুড়ে সীমান্ত দেয়ালটি তৈরি করেছে পাকিস্তান।
আফগানিস্তানের আগের সরকারও এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে। সীমান্ত বিরোধকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বেশ কয়েকবার সহিংসতা এবং হতাহতের ঘটনাও ঘটেছে।
তালেবানের আগের শাসনামলেও ডুরান্ড লাইনকে স্থায়ী সীমানা হিসেবে মেনে নিতে তালেবানকে রাজি করানোর চেষ্টা করেছে পাকিস্তান। কিন্তু তালেবানের শীর্ষ নেতৃত্ব তাতে রাজি হননি।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের মানুষ এই দেয়াল নির্মাণের পক্ষে নন। দেয়াল বিভেদ আর বিভক্তি ছাড়া আর কিছু দিতে পারে না। আমরা সীমান্তে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ চাই। সুতরাং দেয়াল নির্মাণের কোনো প্রয়োজনীয়তা নেই।