অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। বল হাতে আর আগুন ঝরাতে দেখা যাবে না ডেল স্টেইনকে। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার।
মঙ্গলবার (৩১ আগস্ট) নিজের অফিশিয়াল টুইটার পেজে অবসরের ঘোষণা দেন ‘স্টেনগান’ খ্যাত স্টেইন।প্রোটিয়াদের হয়ে ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়েছেন তিনি। ১২৫ ওয়ানডেতে নিয়েছে ১৯৬ উইকেট। ৪৭টি টি-টোয়েন্টি খেলে ৬৪ উইকেট নিয়েছেন স্টেইন।
৩৮ বছর বয়সী এই পেসার ২০১৯ সালের আগস্টে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। বেশ কয়েকটি চোটের কারণে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি স্টেইন।