অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। শেষ মার্কিন সামরিক বিমানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের পরই উল্লাসে মেতেছে তালেবান যোদ্ধারা।তারা স্বয়ংক্রিয় রাইফেল থেকে আকাশের দিকে মুহুর্মুহু গুলি চালিয়ে, বাজি ফাটিয়ে বিজয় উদ্যাপন করছে।মঙ্গলবার কাবুলের সময় ভোরে মার্কিন বিমান বাহিনীর সি-১৭ পরিবহন বিমানটি বিমানবন্দর ত্যাগ করে।
ভিডিও ফুটেজে দেখা যায়, এরপর সেখানে প্রবেশ করে তালেবান যোদ্ধারা। হ্যাঙ্গার ঘুরে দেখেন তালেবানের কমান্ডো সদস্যরাও।তালেবান আগেই জানিয়েছিল, ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে মার্কিন বাহিনীকে। এই সময়সীমার মধ্যেই প্রত্যাহার কাজ শেষ করতে হবে।
তালেবানের দেওয়া সেই সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার। এই সময়ের মধ্যেই প্রত্যাহার কাজ শেষ করে যুক্তরাষ্ট্র। অবসান হয় দীর্ঘ ২০ বছরের যুদ্ধের।এই মুহূর্তটি উপভোগ করতে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে মুক্তির উল্লাসে মাতে তালেবান সদস্যরা।
বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দর ছেড়েছে। ইসলামিক আমিরাত অব আফগানিস্তান স্বাধীন ও সার্বভৌম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারেনি বলেও দাবি করেন তিনি।কাবুল বিমানবন্দরের কাছে প্রহরারত এক তালেবান যোদ্ধা বলেন, ‘শেষ যে পাঁচটি বিমান ছিল আমেরিকার, সেগুলো দেশ ছেড়েছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। গত ২০ বছর ধরে তালেবান যে ত্যাগ স্বীকার করেছে, তার ফল পেলাম আমরা।’