Attack: আমপুরা এলাকায় দুষ্কৃতকারীরা এক বাড়িতে ভাঙচুর চালায়, টাকাপয়সা লুটপাট

স্টাফ রিপোর্টার, খোয়াই, ৩১ আগস্ট।।সোমবার রাত আনুমানিক ৬টা৩০ মিনিট নাগাদ খোয়াই মহকুমার আমপুরা এলাকায় একদল দুষ্কৃতকারী নরেন্দ্র দেববর্মার বাড়িতে ভাঙচুর চালায়।

অভিযোগের তীর ত্রিপুরা মাথার দিকে। সোমবার সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ একদল দুষ্কৃতকারী রাতের আধারে খোয়াইয়ের রামপুরা এলাকায় নরেন্দ্র দেববর্মার বাড়িতে ভাঙচুর চালায়।

এদিন রাত্রিবেলা বাড়ির মালিক উনার ঘরের মধ্যে ছিলেন না। হামলার শব্দ পেয়ে ছুটে আসেন রথিন্দ্র দেববর্মার বাবা। সেই সময় একদল দুষ্কৃতকারী উনার বাড়িতে প্রবেশ করে উনার ছেলে রথিন্দ্র দেববর্মার খোঁজ করেে জন। সেই সময় ওনার বাবা বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাতে উনার পুত্রবধূ ঘরের মধ্যে ছিলেন।

সেই সময় রথিন্দ্র দেববর্মার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাথে সাথে ওনাকেও হুমকি দেয় বাড়িতে থাকতে গেলে ত্রিপুরা মথা করতে হবে ।না হলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হবে। পাশাপাশি রথিন্দ্র দেববর্মার বাবাকে মারধর করেে, বাড়িঘরের জিনিষপত্র ভাঙচুর করে।

ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে গুরুতরভাবে আহত নরেন্দ্র দেববর্মাকে আমপুরা পিএইচসিতে নিয়ে যাওয়া হয় ।সেখানে উনার প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সেখানে ছুটে যান রাজ্যের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।

ঘটনা সংঘটিত হওয়ার পর সোমবার রাত্রিবেলা ছয়জনের বিরুদ্ধে নামধাম দিয়ে মামলা করাা হয়েছে। দুষ্কৃতকারীরা ঘটনাস্থলে একটি স্কুটি ফেলে রেখে চলে যায় । অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাথে ছিলেন স্থানীয় বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ অন্যান্য আইপিএফটি দলের কর্মীরা। এ ঘটনাকে ঘিরে উক্ত এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?