স্টাফ রিপোর্টার, আমবাসা, ৩১ আগস্ট।। ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সাংবাদিক সম্মেলন করলো তিপ্রাসার জয়েন্ট মুভমেন্ট কমিটি।
উল্লেখ্য ধলাই জেলার মনু থেকে মিজোরাম পর্যন্ত ৪৪নম্বর জাতীয় সড়ক নির্মান এবং সংষ্কারের জন্য ২০০০ সালে ভারত সরকারের অনুমোদন থাকলেও সেই মতো বর্তমানে কাজ হচ্ছেনা বলে অভিযোগ সংগঠনের নেতৃত্বের।এর প্রতিবাদে ১৯ দফা জনজাতিরা মিলিত হয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটি গঠন করে।
এনিয়ে সোমবার ধলাইয়ের করমছড়া টাউন হলে ত্রিপুরা সরকার প্রধানের বিরুদ্ধে একরাস ক্ষোভ ব্যাক্ত করে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের নেতৃত্ব।
আগামী এক সপ্তাহের মধ্যে এর সুরাহা না হলে জাতীয় সড়ক অবরোধের হুশিয়ারী দিলেন নেতৃত্ব।সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারমেন ফাল্গুনজয় রিয়াং, কনভেনার বিজয় রিয়াং সহ অন্যান্যরা।