অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সোমবার কিছু ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। চমৎকার প্রাকৃতিক পরিবেশে পীচ ক্রপ টপ এবং নীল জিন্সে আলিয়াকে অসম্ভব সুন্দর দেখাছে। মনখোলা হাসির ছবিগুলোতে তিনি শিরোনাম দিয়েছেন, ‘চলতে চলতে আমরা পথ চলা শিখি, এর মধ্যে কিছু মূহুর্ত ক্যামেরাবন্দি করে রাখি।’
এই পোস্টে তার মা সাবেক বলিউড অভিনেত্রী সোনি রাজদান মন্তব্য করেছেন, “দ্বিমত করার সুযোগ নেই”। ছবিগুলোতে তিনি রেড হার্ট ইমোজি রিয়েক্ট দিয়েছেন।আলিয়ার পোস্টে, তার বোন শাহীন ভাট এবং প্রেমিক রণবীর সিংও একইভাবে অভিব্যক্তি প্রকাশ করেছেন।
আলিয়া ভাট বর্তমানে করণ জোহরের নতুন সিনেমা ‘রকি আউর রানী কি প্রেম কাহানি’র প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটিতে তার বিপরীতে আছেন রণবীর সিং।
চলতি মাসের শুরুর দিকে, সিনেমাটির শুটিংয়ের প্রথম দিনে আলিয়া এবং রণবীর একটি ভিডিও কোলাজ শেয়ার করেছেন। এই পোস্টেও তিনি একটি চমৎকার শিরোনাম দিয়েছেন। লিখেছেন, ‘একটি শিরোনামের ভেতর অনেকগুলো অনুভূতি লুকিয়ে থাকে।’
সঞ্জয় দত্ত এবং আদিত্য রায় কাপুরের সাথে আলিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল তার বাবার (মহেশ ভাট) প্রজেক্ট ‘সাদাক টু’ তে।
আলিয়ার হাতে এখন অনেক কাজ জমা হয়ে আছে। রণবীর কাপুর, অমিতাভ বচ্চন এবং নাগার্জুন আক্কিনেনীর সঙ্গে আলিয়াকে দেখা যাবে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্রে’। এরপর সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে এবং তার নিজের প্রযোজনাযর ‘ডার্লিংস’য়েও অভিনয় করবেন আলিয়া।