Taliban: কান্দাহার থেকে কাবুলের পথে তালেবানের সর্বোচ্চ নেতা হেবতুল্লাহ আখুন্দ

অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট।। তালেবানের সর্বোচ্চ নেতা হেবতুল্লাহ আখুন্দ আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার থেকে কাবুলের পথে রওনা হয়েছেন।

আফগান বার্তা সংস্থা খামা নিউজ জানিয়েছে, কাবুলের পথে রওনা হওয়ার আগে তিনি কান্দাহারে উপজাতি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে তালেবানের উপ-মুখপাত্র বিলাল করিমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি নিশ্চিত করছি, তিনি (হেবতুল্লাহ আখুন্দ) কান্দাহারে পৌঁছেছেন। শিগগিরই জনসমক্ষে আসবেন তিনি।’

রবিবার অজ্ঞাত স্থান থেকে কান্দাহারে পৌঁছান হেবতুল্লাহ। এর আগে তিনি কোথায় ছিলেন বা কোন জায়গা থেকে কান্দাহারে এলেন-এ বিষয়ে কিছু উল্লেখ করেননি বিলাল করিমি।

গত ১৫ আগস্ট কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এই প্রথম হেবতুল্লাহর বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল তালেবান।

একটি ছবি ছাড়া তালেবানের সর্বোচ্চ এই নেতাকে আগে কখনো জনসমক্ষে দেখা যায়নি। ধারণা করা হয়, মার্কিন ড্রোন হামলা এড়াতে এই কৌশল নিয়েছিলেন তিনি।

খামা নিউজ জানায়, কাবুলে পৌঁছার পর নতুন সরকার গঠনে উপজাতি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তালেবানের সর্বোচ্চ নেতা।

আগামী দু-এক সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?