অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট।। অবশেষে অপেক্ষার অবসান পিএসজি ভক্তদের। বার্সেলোনা থেকে ফরাসি ক্লাবটিতে পাড়ি দেওয়ার পর প্রথমবারের মতো মাঠে নামলেন লিওনেল মেসির। রবিবার রিমসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামেন মেসি। অবশ্য শুরুর একাদশে ছিলেন না।
রিমসের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে আর্জেন্টাইন তারকাকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি।
১১ জুলাই কোপা আমেরিকা জয়ের মেসির এটিই প্রথম ম্যাচ।এ মাসের শুরুর দিকে মেসিকে দলে ভেড়ায় পিএসজি। এরপর পিএসজি দুটি ম্যাচও খেলেছে লিগে। তবে মেসিকে নিয়ে তাড়াহুড়ো করেননি কোচ পচেত্তিনো।
মেসি কোপার শিরোপা জয়ের পর দীর্ঘ এক মাস ফুটবল থেকে একেবারে দূরে ছিলেন। পিএসজির সঙ্গে চুক্তির পর শেষ ১৫ দিন পচেত্তিনোর অধীনে মাঠে নামার জন্য তৈরি করেছেন নিজেকে।প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-০ গোলে জিতেছে পিএসজি। দুটি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে।