Drone Strike: আফগানিস্তানে বিস্ফোরক ভর্তি গাড়িতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তিন শিশুসহ এক পরিবারের নয় সদস্য নিহত

অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট।। আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের ‘আত্মঘাতী বোমা হামলাকারীদের বিস্ফোরক ভর্তি গাড়িতে’ যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলায় তিন শিশুসহ এক পরিবারের নয় সদস্য নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য দিয়েছে।রবিবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল।যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ওই হামলায় একাধিক ‘আত্মঘাতী হামলাকারী’ নিহত হয়েছিল যারা বিমানবন্দরে হামলা করতে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবারের হামলায় কমপক্ষে তিন শিশুসহ ছয় বেসামরিক নাগরিক নিহত হন।কিছু সংবাদমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা বলছে, হামলায় এক পরিবারের নয় সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে ছয় শিশু রয়েছে।হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ জঙ্গি হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স-আইএসকেপি।পরদিন শুক্রবার আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় কাবুলে হামলার পরিকল্পনাকারীসহ আইএসকেপির দুই জঙ্গি নিহত হন।নতুন করে বিমানবন্দরে হামলার আশঙ্কার পর রবিবার ‘আত্মঘাতী বোমা হামলাকারীদের বিস্ফোরক ভর্তি গাড়িতে’ ওই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?