অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট।। সার্জি রোবের্তো ও মেম্ফিস ডিপের গোলে লা লিগায় গেতাফের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলে নিল বার্সেলোনা।রবিবার ন্যু ক্যাম্পে মাত্র ৯৯ সেকেন্ডেই বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন রোবের্তো। জর্দি আলবার ক্রস থেকে গোল আদায় করে নেন তিনি।
তবে সান্দ্রো রামিরেজ ১৮ মিনিটেই গেতাফেকে সমতা ফেরান। গোলের জোগানদাতা ছিলেন কার্লেস আলেনিয়া। এক সময় দুজনই খেলেছেন বার্সেলোনা।
৩০ মিনিটে ডিপে গোল করলে ফের এগিয়ে যায় বার্সেলোনা। পরো আর কোনো গোল না হলে ২-১ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।এদিন ন্যু ক্যাম্পে ২৬ হাজার দর্শক।তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭। অন্যদিকে তিন ম্যাচের সবগুলো হেরে তলানির দিকে গেতাফে।