অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। নতুন এক ঘোষণায় তালেবান বলেছে, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের নারী কর্মীরা কাজে ফিরতে পারে।
কয়েক দিন আগে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, নিরাপত্তার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত সব নারী সরকারি কর্মচারীদের ঘরে থাকা উচিত।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা।তখন থেকে নারীদের পেশা ও অন্যান্য বিষয়ে স্বাধীনতা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে নানা মহল।
জাতিসংঘ তালেবানদের দ্বারা নির্যাতনের ‘নির্ভরযোগ্য’ কিছু প্রতিবেদন তুলে ধরেছে যার মধ্যে নারীদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি অন্যতম।
আফগান নারীদের পরিস্থিতি সম্পর্কে জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, যে কোনো ধরনের বিধিনিষেধ স্বল্পস্থায়ী হবে।
তিনি বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনীর অনেকেরই প্রশিক্ষণ নেই যে কীভাবে নারীদের সঙ্গে আচরণ করতে হয় বা তাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়। ”
“পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছি। ”
এ দিকে বৃহস্পতিবার দেশটির রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে পৌঁছেছে।