Srabanti: মলদ্বীপে বেড়াতে যাওয়ার পর থেকে নিজের হাওয়া বদলের ছবি শেয়ার করছেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে শেয়ার হয়েছে তাঁর বেশ কিছু হট ছবি। ছবি থেকেই স্পষ্ট হয়েছে যে ছুটি কাটাতে তিনি পাড়ি দিয়েছেন সুদূর মালদ্বীপে। শ্রাবন্তী ছুটি কাটাচ্ছেন তাঁর বয়ফ্রেন্ড অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে।

তবে শুধু বয়ফ্রেন্ড নন, শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক ও তাঁর গার্লফ্রেন্ড দামিনী ঘোষও নাকি রয়েছেন মলদ্বীপেই, এমনটাই খবর। সাদা স্বচ্ছ পোশাকে উষ্ণ অবতারে ভাইরাল হয়েছেন নায়িকা।

মলদ্বীপে বেড়াতে যাওয়ার পর থেকে নিজের ইনস্টাগ্রামে হাওয়া বদলের ছবি শেয়ার করে চলেছেন শ্রাবন্তী। মলদ্বীপের বিশেষ খাবারের ছবিও দেখা গিয়েছে অভিমন্যু ও দামিনীর ইনস্টা স্টোরিতেও। এমনকি বিমানের জানলা থেকে মলদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করেছেন তাঁরা।

সোমবারই প্যান্ট ছাড়া শুধু লং শার্ট পরা ছবি শেয়ার করে ট্রোলড হয়েছিলেন নায়িকা। তবে বুধবারও একই ধরনের পোশাকে ফের একবার ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী এবং সেই সঙ্গে বার্তা দিয়েছেন, সমালোচনা বা ট্রোলকে তিনি একেবারেই পাত্তা দেন না।

এদিনের শেয়ার করা ছবিতে শ্রাবন্তীর ক্যাপশন – “উপরে আকাশ, নীচে বালি, মধ্যিখানে শান্তি”। মঙ্গলবার রাতে মলদ্বীপে আলোর মালায় সেজে ওঠা হোটেলের বাইরে দাঁড়িয়ে হট প্যান্ট ও কালো শার্ট পরে ছবি শেয়ার করেছেন নায়িকা।

সেই ছবির ক্যাপশন ছিল, ‘দিগন্তের সৌন্দর্য্য’। তারই সঙ্গে ছিল আরেকটি ছবিও, যেখানে লিখেছিলেন, ‘জীবনকে উদযাপন’ করার বার্তা।

সমুদ্রের ধারে বালির উপর চোখে কালো চশমা, সাদা শার্ট পরে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। কখনও হাতের উল্কি উঁকি দিচ্ছে, কখনও আবার লম্বা উন্মুক্ত পা। সামনেই দিগন্ত বিস্তৃত নীল জলরাশি।

সে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য। শ্রাবন্তীর এই ছবিতে কমেন্ট করেছেন টলিউডের আরেক অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

আগুনের ইমোজি দিয়ে শ্রাবন্তীর রূপের প্রশংসা করেছেন মিমি। একইসঙ্গে অনেক ভালোবাসা জানিয়েছেন মিমি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?