Ronaldo: আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো

অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার বাকি। আর তা আসতে পারে কয়েক ঘণ্টার মধ্যে। এরপর আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো।

পর্তুগিজ উইঙ্গারকে রেড ডেভিলদের কাছে বিক্রি করে দিচ্ছে জুভেন্টাস। ৩৬ বছর বয়সী তারকার বিকল্প কে হতে পারেন তুরিনে? জুভরা ভাবছে, ইডেন হ্যাজার্ডকে।

রোনালদোর বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ থেকে বেলজিয়ান ফরোয়ার্ডকে তুরিনে আনতে চায় ইতালিয়ান জায়ান্টরা। এমনটাই দাবি, মার্কার।

স্প্যানিশ ক্রীড়া মাধ্যমটি জানিয়েছে, জুভেন্টাসের পছন্দের তালিকায় উপরের দিকে আছেন হ্যাজার্ড। চলতি মৌসুমে রিয়ালের প্রথম দুই ম্যাচে খেলেছেন তিনি।

এদিকে, পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পে আসতে পারেন সান্তিয়াগো বার্নাব্যুতে। ফরাসি ফরোয়ার্ড এলে রিয়ালের স্কোয়াডে অনিয়মিত হয়ে যেতে পারেন হ্যাজার্ড।

বেলজিয়ান তারকা রিয়াল মাদ্রিদে থাকতে চান। খেলতে চান নিয়মিত। তবে এমবাপ্পের আগমণে শঙ্কায় পড়ে যেতে পারে হ্যাজার্ডের ইচ্ছে।

২০১৯ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসি ছেড়ে রিয়ালে যোগ দেন হ্যাজার্ড। কিন্তু একের পর এক চোটে স্প্যানিশ ক্লাবটিতে এখনও নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি তিনি।

রিয়ালে দুই মৌসুমে ৪৫ ম্যাচ মাঠে নামার সুযোগ হয় তার। যার মধ্যে ৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ৯ গোল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?