Rifle: যুক্তরাষ্ট্রের আসল্ট রাইফেল সহ মোট ৬ লাখ ছোট এবং হালকা আগ্নেয়াস্ত্র তালিবানের হাতে

অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। ২০০২ থেকে ২০১৭  সালের মধ্যে আফগান সামরিক বাহিনীকে আনুমানিক ২০০ কোটি ডলারের অস্ত্র দিয়েছে আমেরিকা। মাত্র এক মাস আগেও কাবুলে ৭টি নতুন হেলিকপ্টার সরবরাহ করা হয়েছিল।

সব মিলিয়ে আসল্ট রাইফেল সহ মোট ৬ লাখ ছোট এবং হালকা অস্ত্র, ৭৫ হাজার যানবাহন এবং ২০০টির বেশি বিমান আফগানিস্তানে ফেলে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই বিশাল যুদ্ধ সরঞ্জামের দাম প্রায় ৮,৫০০ কোটি টাকা। যার পুরোটাই এখন আফগান তালেবানদের কব্জায়।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস বলেন, “আফগানিস্তানে এক বিশাল পরিমাণ অস্ত্র ফেলে আসছে যুক্তরাষ্ট্র। শুধুমাত্র মার্কিন প্রশাসনের অবহেলার কারণেই যুক্তরাষ্ট্রের প্রায় ৮৫০০ কোটি ডলারের অস্ত্রের মালিক হচ্ছে তালেবান।

যা আমার এবং আমার মতো আরো যারা আফগানিস্তানে মানুষের মুক্তির জন্য কাজ করেছে তাদের সকলের জন্যই বেশ বেদনাদায়ক। ”

ওয়াশিংটনে এক বক্তৃতায় তিনি বলেন, “তালেবানদের কাছে এখন যে পরিমাণ ব্ল্যাক হক যুদ্ধ বিমান রয়েছে তা বিশ্বের ৮৫% দেশের কাছেই নেই। তাদের কাছে এখন শুধু অস্ত্রই নয়, নাইট ভিশন চশমা, শরীরের বর্ম, এবং আমাদের চিকিৎসা সরঞ্জামও রয়েছে। ”

“আরো অবিশ্বাস্য এবং রহস্যময় ব্যাপার হলো, আফগানিস্তানের স্থানীয় নাগরিকদের মধ্যে যারা আমাদের সহযোগিতা করেছিল তাদের আঙ্গুলের ছাপ, চোখের স্ক্যান এবং জীবনীসংক্রান্ত তথ্য সম্বলিত বায়োমেট্রিক ডিভাইসগুলোও সব তালেবানদের হাতে ছেড়ে দিয়ে এসেছি আমরা। ”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া সামরিক সরঞ্জামে সজ্জিত হয়ে তালেবান সেনা সদস্যরা আফগানিস্তানের রাস্তায় টহল দিচ্ছে।

ওয়াশিংটন পোস্টও এমন কিছু ছবি নিয়ে রিপোর্ট করেছে যেখানে তালেবানদেরকে মার্কিন সেনাবাহিনির ফেলে যাওয়া পোশাক এবং অন্যান্য সরঞ্জামে সজ্জিত হয়ে তাদের নেতাদেরকে প্রটেকশন দিতে দেখা যাচ্ছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?