PM Modi: বর্তমান যুব সমাজ চায় অজানার উদ্দেশ্যে পা বাড়াতে, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। প্রতি মাসের শেষ রবিবার নিজের বিশেষ বেতার অনুষ্ঠান মন কি বাতে নানা ধরনের সামাজিক বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিজের ৮০ তম মন কি বাতে সংস্কৃত ভাষা দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও জোরদার করে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী। এইদিন গুজরাতের এক কমিউনিটির রেডিয়োর সংস্কৃত উপস্থাপনার উদাহরণ তুলে ধরেন তিনি।

দেশকে একসূত্রে গাঁথতে সংস্কৃত ভাষা কত বড় ভূমিকা পালন করে তা বলেন প্রধানমন্ত্রী ।এছাড়াও বিদেশেও সংস্কৃত ভাষার যে সন্মানের জায়গা তাও তুলে ধরেন।

পাশাপাশি তিনি এদিন বলেন ভারতীয় যুব সমাজ স্টার্টআপের মাধ্যমে ঝুঁকি নিতে প্রস্তুত।মোদি বলেন বর্তমান যুব সমাজ গতানুগতিকায় গা ভাসাতে প্রস্তুত নয়, তারা চায় অজানার উদ্দেশ্যে পা বাড়াতে।

যখন সে নিজের মনকে স্থির করে নেয় তখন কেউ তাকে আটকাতে পারেনা।রাজীব খেলরত্ন সন্মানের নাম কেন বদলে ধ্যানচাঁদের নামে করা হল তার ব্যাখ্যাও দেন তিনি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?