অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। নেপাল জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে পদত্যাগের বিষয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের সঙ্গে যোগাযোগ করেছেন ডেভ হোয়াটমোর। ১৯ সেপ্টেম্বর ওমানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ ম্যাচের পর দায়িত্ব ছাড়বেন তিনি।
কভিড-১৯ মহামারির কারণে এই সিদ্ধান্ত নিচ্ছেন হোয়াটমোর। করোনার কারণে পরিবারের সঙ্গে থাকা কঠিন হয়ে পড়েছে ৬৭ বছর বয়সী কোচের।
পরিবারকে সময় দিতে নেপালের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন তিনি।
গত বছরের ডিসেম্বরে নেপালের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের এই সাবেক কোচ।
সাত দলের ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের লিগ-২ টেবিলের নেপাল বর্তমানে ষষ্ঠ স্থানে আছে। চার ম্যাচে তাদের পয়েন্ট চার। এই প্রতিযোগিতার কিছু ম্যাচ মহামারির কারণে আক্রান্ত হয়।