অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। পিএসজি ভক্তদের অপেক্ষা কি তবে ফুরাতে যাচ্ছে? এ মাসের শুরুতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। এরপর পনেরো দিনের বেশ সময় পেরিয়ে গেলেও ফরাসি ক্লাবের জার্সিতে মেসির মাঠে নামা হয়নি।
অবশ্য আগে থেকে পূর্বাভাস অবশ্য ছিল- ২৯ আগস্ট রিমসের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজি অধ্যায় শুরু হতে পারে এই ফুটবল জাদুকরের। সেই হিসেবে এখন আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র!
বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় রিমসের মাঠে খেলতে নামবে পিএসজি। শুধু পিএসজি বা মেসি ভক্তরাই নন, ফুটবল বিশ্বই এখন তাকিয়ে ম্যাচটির দিকে।
অবশ্য পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রহস্য রেখে গেছেন। মেসি খেলবেন কি-না এ নিয়ে পরিষ্কার কিছু বলেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেবল বলেছেন, ‘আমাদের অনেক কিছু ভেবে দেখতে হবে এবং আমরা পরে সিদ্ধান্ত নেব। ’
অথচ এ ম্যাচে মেসি খেলবেন ধরে নিয়ে ১০ দিন আগেই বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট! বেশ কিছু সংবাদমাধ্যমে খবর, এই ম্যাচটিতে ভিআইপি বক্সে উপস্থিত থাকতে পারেন ফরাসি প্রেসিডেন্টও।
সার্বিক যে চিত্র, তাতে মেসির অভিষেকের সম্ভাবনাই আসলে বেশি। পচেত্তিনো অবশ্য এও বলেছেন, ‘মেসি সম্ভবত স্কোয়াডে থাকবে’। শুধু মেসি নন, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকেও স্কোয়াডে রাখার সম্ভাবনার কথা বলেছেন আর্জেন্টাইন কোচ পচেত্তিনো।
এমবাপ্পের যদিও রিয়ালে মাদ্রিদে পাড়ি দেওয়া নিয়ে গুঞ্জন আছে। তবে এই গুঞ্জনের মাঝে এমনও হতে পারে পিএসজিতে ‘এমএনএম’ ত্রয়ীর এক সঙ্গে দেখা মিলবে এদিন।
১১ জুলাই কোপা আমেরিকা জয়ের পর লিওনেল মেসি আর মাঠে নামেননি। দীর্ঘ এক মাস তো ফুটবল থেকে একেবারে দূরেই ছিলেন। সময় দিয়েছেন পরিবারকে।
পিএসজির সঙ্গে চুক্তির পর শেষ ১৫ দিন পচেত্তিনোর অধীনে মাঠে নামার জন্য তৈরি করেছেন নিজেকে। এখন পচেত্তিনো মেসিকে স্কোয়াডে রাখতে পারেন নিশ্চিন্তে।