অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। লিওনেল মেসিকে পিএসজির জার্সিতে মাঠে দেখতে তর সইছে না ক্লাবটির সমর্থকদের। চারদিকে গুঞ্জন, রবিবার রিমসের বিপক্ষে প্যারিসের ক্লাবটির হয়ে অভিষেক হতে পারে আর্জেন্টাইন তারকার। তবে ম্যাচের আগের দিন কোচ মাওরিসিও পচেত্তিনো জানালেন, এখনো মেসিকে খেলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এ মাসের শুরুতে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দেন।এরপর থেকেই পিএসসি ভক্তরা মেসিকে ক্লাবের জার্সিতে মাঠ মাতাতে দেখার অপেক্ষায় রয়েছেন।
লিগ ওয়ানে এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। মেসি আসার পর খেলেছে দুটি। যার কোনোটিতেই মেসি মাঠে ছিলেন না।
আসলে কোপা আমেরিকা জয়ের পর দীর্ঘ একমাস ফুটবল থেকে বাইরে ছিলেন মেসি। তাই তার ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন পচেত্তিনো।
তবে আগে থেকেই একটা আভাস ছিল, রিমসের বিপক্ষে মাঠে নামতে পারেন মেসি। তাই ১০ দিন আগেই বিক্রি হয়ে গেছে পিএসজি-রিমস ম্যাচের টিকিট।
তবে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মেসিকে খেলানোর কোনো নিশ্চয়তা দেননি পিএসজি কোচ, ‘আমাদের বিশ্লেষণ করতে হবে এবং আমরা পরে সিদ্ধান্ত নেব। ’
পিএসজিতে আসার পর মেসি সবকিছুর সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিয়েছেন বলেও জানান পচেত্তিনো। বলেন, ‘সে খুব অনুপ্রাণিত। সে খুব পেশাদার, নতুন পরিবেশ ও নতুন সতীর্থদের সঙ্গে দ্রুতই মানিয়ে নিয়েছে। নতুন লিগেও সে মানিয়ে নেবে। ’