অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে আঘাত হানতে যাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ক্যাটাগরি-৪ হারিকেন ‘আইডা’।মেক্সিকো উপসাগরে সৃষ্ট এই হারিকেনের আতঙ্কে শনিবার থেকে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সের বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে।এর আগে ২০০৫ সালের ২৯ আগস্ট ভয়ঙ্কর হারিকেন ‘ক্যাটরিনা’ নিউ অর্লিন্সে আঘাত হানে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় এই অঙ্গরাজ্যটি।ন্যাশনাল ওয়েদার সার্ভিস ‘ভয়ঙ্কর হারিকেন আইডা’র আঘাত হানার সতর্কতা ঘোষণার পরে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ হয়ে গেছে।১৬ বছর আগে ‘ক্যাটরিনা’র আঘাত হানার দিন স্থানীয় সময় ২৯ আগস্ট রবিবার হারিকেন ‘আইডা’ নিউ অর্লিন্সে আঘাত হানতে পারে।
হারিকেন ‘ক্যাটরিনা’র আঘাতে নিউ অর্লিন্সের ৮০ শতাংশ ডুবে যায়। এতে ১৮ হাজার লোকের মৃত্যু হয় এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতিসাধন করে।প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আইডা অত্যন্ত ভয়ঙ্কর হারিকেনে রূপ নিতে পারে।’শনিবার থেকে নিউ অর্লিন্স এবং অন্যান্য সিটির লোকদের উত্তরে সরিয়ে নেওয়া হচ্ছে।
নিউ অর্লিন্সে রবিবারের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্যাটাগরি-৪ হারিকেনে রূপ নিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ‘আইডা’। রবিবার বিকেল অথবা সন্ধ্যায় আঘাত হানার সময় গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৪০ মাইল।লুইজিয়ানার গভর্নর জন বেল অ্যাডওয়ার্ড বলেছেন, ১৮৫০ সালের পরে ‘আইডা’ সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।নিউ অর্লিন্সের মেয়র লা টোয়া কান্টরেল ‘আইডা’কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সকলকে সতর্ক করে দিয়েছেন।
কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানার পরে উত্তরে অগ্রসর হওয়া ঘূর্ণিঝড়টি দক্ষিণ লুইজিয়ানায়ও আঘাত হেনে ব্যাপক ক্ষতিসাধন করতে পারে। এই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।ব্যাপক এলাকা জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারে। নিউ অর্লিন্সের কাছে ১১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। মিসিসিপি নদীর মোহনায় এই উচ্চতা দাঁড়াতে পারে প্রায় ১৫ ফুট।