অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের হয়ে ৩০০তম গোলের মাইলফলকে পা রাখলেন রবার্ট লেভানদোভস্কি। উড়তে থাকা পোলিশ স্ট্রাইকারের নৈপুণ্যে বুন্দেসলিগায় হার্থা বার্লিনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
সেই সঙ্গে ১৯৭০ সালে গার্ড মুলারের করা একটি ক্লাব রেকর্ডও ভেঙে দিয়েছেন লেভা। বায়ার্নের জার্সিতে টানা ১৬ ম্যাচে গোল করে সাবেক জার্মান ফরোয়ার্ডের রেকর্ডটি নিজের করে নিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
গত ১৫ আগস্ট ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন মুলার। বায়ার্নের হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯৪ ম্যাচে ৫৪৭ গোল করেন তিনি।
হার্থা বার্লিনের বিপক্ষে গোল করে লেভা আরেকটি ব্যক্তিগত রেকর্ডও করেছেন। বুন্দেসলিগায় টানা ১৩ ম্যাচে গোল পেলেন তিনি।
ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় হার্থা বার্লিনের বিপক্ষে বায়ার্নের বাকি গোল দুটি করেন টমাস মুলার ও জামাল মুসিয়ালা। বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় টানা ১৩ মৌসুমে গোল পেলেন মুলার।
এই জয়ে বুন্দেসলিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে বায়ার্ন। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শীর্ষে আছে বেয়ার লেভারকুজেন।
আগের ম্যাচে জার্মান কাপে ব্রেমের এসভিকে ১২-০ গোলে উড়িয়ে হার্থা বার্লিনের মুখোমুখি হয় বায়ার্ন।