অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রিস জেমসকে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় তাই ১০ জন নিয়ে খেলল চেলসি। এরপরও লিভারপুলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে টমাস টুখেলের দল।
শনিবার অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ ড্র হয়।
শুরুতে এগিয়ে গিয়েছিল চেলসিই। ২২ মিনিটে কাই হাভার্টজ গোল করে লিড এনে দেন দলকে। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে লিভারপুলের পক্ষে সমতা টানেন মোহামেদ সালাহ।
প্রথমার্ধের যোগ করা সময়েই কেটেছে ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত। সাদিও মানের এক শট গোললাইনে দাঁড়িয়ে থাকা চেলসির রাইটব্যাক রিস জেমসের হাতে লাগলে পেনাল্টি পায় লিভারপুল।
ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজানোর সঙ্গে জেমসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি অ্যান্থনি টেলর। আর সে ঘটনা থেকে পাওয়া পেনাল্টিতেই দলকে সমতায় ফেরান মিসরীয় ফরোয়ার্ড সালাহ।
গোলের পর দুই দলের কয়েকজন খেলোয়াড় হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। এই ড্রয়ের ফলে চেলসি ও লিভারপুল দুই দলের পয়েন্ট এখন ৭।
তিন ম্যাচে দুই জয় ও একটি করে ড্রয় তাদের। যথাক্রমে দুই ও তিনে আছে চেলসি ও লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেড শীর্ষে। আর এভারটন ৭ পয়েন্ট নিয়ে আছে চারে আছে।
দিনের অন্য ম্যাচে আর্সেনালকে ৫-০ গোলে হারানো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৬ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। তিন ম্যাচেই হারা আর্সেনালের অবস্থান সবার নিচে।