অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। জুভেন্টাসের সঙ্গে তিন বছরের সম্পর্ক শেষ করে ফের ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই ঘোষণা আসার দু’দিন গত না হতেই পর্তুগিজ উইঙ্গারের অভাবটা হাড়ে হাড়ে টের পেল তুরিনের বুড়িরা।
রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নেমেই হেরেছে জুভরা। তাও ঘরের মাঠ তুরিনে। এম্পলির বিপক্ষে ১-০ গোলে হেরেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
চলতি মৌসুমের সিরি’আয় ইতিমধ্যে দুই ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের মুখ দেখেনি জুভেন্টাস। উদিনেসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে অ্যালেগ্রির শিষ্যরা। ম্যাচটিতে বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। তবে কোনো গোলের দেখা পাননি ৩৬ বছর বয়সী তারকা।
ইউনাইটেডে ফেরায় স্বাভাবিকভাবে এম্পলির বিপক্ষে ম্যাচে রোনালদোকে স্কোয়াডে রাখেননি কোচ অ্যালেগ্রি। অভাবটাও বুঝতে বেশি সময় লাগল না জুভদের। ২১তম মিনিটে লিওনার্দো মানচোসোর দুর্দান্ত এক ভলিতে এগিয়ে যায় এম্পলি।
২০১৮-১৯ মৌসুম পর্যন্ত মোট ১৮ মাস তুরিনে ছিলেন এই ২৯ বছর বয়সী উইঙ্গার। তবে জুভদের হয়ে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তার। সেই মানচোসোই এবার হারিয়ে দিলেন তার সাবেক ক্লাবকে।
পিছিয়ে পড়ার পর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি জুভেন্টাস। উল্টো পুরো ম্যাচে তাদের তটস্থ রাখে এম্পলি। খুব কমই প্রতিপক্ষের গোলপোস্টের সামনে হুমকি তৈরি করতে পেরেছিল জুভেন্টাস। অতিরিক্ত সময়ে ম্যানুয়েল লোকাতেল্লির শট নিলেও এম্পলির গোলপোস্ট খুঁজে পায়নি।
১৯৯৯ সালের পর সিরি’আয় এবারই প্রথম জুভেন্টাসকে হারাতে পারল এম্পলি। এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার ১১তম স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে জুভেন্টাস। তারা গত মৌসুম শেষ করেছিল তালিকার চারে থেকে।