অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। কোভিড-১৯ ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ভাইরাসটির আলফা ভ্যারিয়েন্টের তুলনায় হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ বাড়ায়। ভারতে উৎপন্ন ডেল্টা ভ্যারিয়েন্ট এখন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সবচেয়ে শক্তিশালী স্ট্রেন হিসাবে আবির্ভুত হয়েছে। শনিবার দ্য ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমআরসি বায়োস্ট্যাটিস্টিকস ইউনিটের সিনিয়র পরিসংখ্যানবিদ এবং প্রতিবেদনটির সহ-প্রধান লেখক অ্যান প্রেসানিস বলেন, “এই গবেষণায় দেখা গেছে যে, যারা টিকা নেয়নি বা আংশিকভাবে টিকা নিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে তাদের হাসপাতালে ভর্তির ঝুঁকি অনেক বেড়ে যায়”।
গবেষকরা চলতি বছরের ২৯শে মার্চ থেকে ২৩শে মে ইংল্যান্ডে ৪৩,৩৩৮ জন কোভিড-১৯ রোগীর স্বাস্থ্যসেবা তথ্য বিশ্লেষণ করেছেন, যার মধ্যে টিকা গ্রহণের স্ট্যাটাস, জরুরী যত্ন, হাসপাতালে ভর্তি এবং রোগীর অন্যান্য তথ্যও রয়েছে।
গবেষণায় যেসব রোগীদের তথ্য বিশ্লেষণ করা হয়েছে তাদের প্রায় ৮০% রোগী আলফা ভ্যারিয়েন্ট আর বাকীরা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। প্রতি ৫০ জনের মধ্যে একজন রোগীকে আক্রান্ত হওয়ার ১৪ দিনের মধ্যেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
বয়স, নৃতাত্ত্বিক পরিচয় এবং টিকা গ্রহণের স্ট্যাটাস সহ গুরুতর অসুস্থতার প্রতি সংবেদনশীলতাকে প্রভাবিত করে এমন বিষয়গুলির হিসাব-নিকাশের পরে গবেষকরা দেখতে পান যে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণেরও বেশি বেড়ে যায়।