Covid-19: কোভিড-১৯ এর উৎস নির্ণয় করতে পারেননি মার্কিন গোয়েন্দারা

অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। কোভিড-১৯ এর উৎস নির্ণয় করতে পারেননি মার্কিন গোয়েন্দারা। এই ভাইরাস কি কোনো গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে নাকি প্রকৃতি থেকেই এসেছে তা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে বলে রিপোর্ট করেছে বিবিসি। যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থা মিলে তৈরি করেছে এই রিপোর্ট।

রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে, করোনা ভাইরাস কোনো জৈব অস্ত্র নয়। ওদিকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এর সূচনার প্রমাণ সংগ্রহের জন্য সময় শেষ হয়ে যাচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেদনটিকে ‘বিজ্ঞান বিরোধী’ বলে উড়িয়ে দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে যে কোভিডের সম্ভাব্য উৎপত্তি নিয়ে গোয়েন্দা সম্প্রদায় একমত হতে পারেনি।

“সব গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয় যে দুটি অনুমান যুক্তিযুক্ত: সংক্রামিত প্রাণী থেকে মানুষের দেহে এসেছে অথবা কোনো গবেষণাগার থেকে ছড়িয়েছে। ”

রিপোর্ট অনুসারে, বেশ কয়েকটি গুপ্তচর সংস্থা ভেবেছিল যে কোভিড-১৯ “সংক্রামিত কোনো প্রাণীর সংস্পর্শ থেকেই মানুষের দেহে আসে বা ঘনিষ্ঠ প্রজননকারী ভাইরাস” থেকে উদ্ভূত হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে তাদের “কম আত্মবিশ্বাস” ছিল।

একটি গোয়েন্দা সংস্থা “মাঝারি আস্থা” তৈরি করেছে যে, চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণাগার থেকেই দুর্ঘটনা বশত এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ওই গবেষণাগারে এক দশকেরও বেশি সময় ধরে বাদুড় এবং করোনা ভাইরাস নিয়ে গবেষণা করা হচ্ছিল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?