অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আগামী ২ সেপ্টেম্বর চিলির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এর তিন দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর আগামী ৯ সেপ্টেম্বর সেলেসাওরা লড়বে পেরুর বিপক্ষে।
ম্যাচগুলোকে সামনে রেখে স্কোয়াডে ৯ ফুটবলার যোগ করেছেন ব্রাজিল কোচ তিতে। এর মধ্যে নতুন মুখ গোলরক্ষক এভারসন।
এ ছাড়া ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার সান্তোস ও মিরান্দা, তিন মিডফিল্ডার এদেনিলসন, মাতেউস নুনেস ও জের্সন এবং তিন ফরোয়ার্ড হাল্ক, ভিনিসিয়াস জুনিয়র ও ম্যালকম। ২০১৬ সালের পর এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন হাল্ক।
কয়েকদিন পর আন্তর্জাতিক বিরতিতে যাবে ক্লাব ফুটবল। এই বিরতিতে মাঠে গড়াবে আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক বিরতি থাকলেও দেশের হয়ে এবার খেলতে পারবেন না অনেক ফুটবলার।
ইংল্যান্ড সরকারের লাল তালিকাভুক্ত দেশগুলোতে নিজেদের খেলোয়াড়দের খেলতে অনুমতি দিচ্ছে না ইংলিশ ক্লাবগুলো। এতে বিপাকে পড়েছে ব্রাজিলও।
ফুটবলারদের না পাওয়ার শঙ্কায় তাই পূর্ব ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে আরও ৯ জন নতুন সদস্য যোগ করল ব্রাজিল।
করোনার কারণে লাতিন আমেরিকার দেশগুলো ইংল্যান্ড সরকারের লাল তালিকাভুক্ত দেশে পড়েছে। বিরতি থেকে ফেরার পর সেসব দেশের ফুটবলারদের ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
যার ফলে লিগের অনেকগুলো ম্যাচ খেলতে পারবেন না তারা। এই কারণে খেলোয়াড়দের ছাড়বে না ক্লাবগুলা। ইংলিশ ক্লাব ছাড়াও স্প্যানিশ ক্লাবগুলোও ফুটবলার ছাড়বে না।