Review: স্বসহায়ক দলগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ আগস্ট।। রাজ্যের গ্রামীণ এলাকার মহিলা পরিচালিত স্বসহায়ক দলগুলিকে আর্থিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করার উপর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং গুরুত্ব আরোপ করেছেন।

এক্ষেত্রে দপ্তরকে বছরভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি৷ আজ স্টেট গেস্ট হাউজে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের স্পনসরড বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এই অভিমত ব্যক্ত করেন।

পর্যালোচনা সভায় তিনি বলেন, গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশে স্বসহায়ক দলগুলিকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে দপ্তরকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। পশুপালন, মৎস্যচাষ, কৃষি ইত্যাদি প্রাথমিক ক্ষেত্রগুলির সঙ্গে স্বসহায়ক দলগুলিকে বেশি করে যুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, গ্রামীণ এলাকায় রেগার মাধ্যমে সম্পদ সৃষ্টি করার উপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সম্পদগুলি রক্ষণাবেক্ষণের উপরও নজর দিতে হবে।

রেগার মাধ্যমে যে সমস্ত পুকুর খনন করা হবে তার দু’পাশে বিভিন্ন প্ল্যান্টেশন করার জন্যও তিনি বলেন৷ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) যে ১ লক্ষ ৫৯ হাজার ঘরের মঞ্জুরি পাওয়া গেছে তা প্রদানের কাজ দ্রুত শুরু করার জন্য দপ্তরকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) যে ঘরগুলির নির্মাণ কাজ চলছে তা দ্রুত সম্পন্ন করার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন৷ সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গ্রামোন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পগুলি সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ঘর প্রদানের প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের মিশন মুডে কাজ করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বসহায়ক দলগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী এবং স্বনির্ভর করে তুলতে হবে।

প্রয়োজনে তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। আলোচনায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় নির্মিত রাস্তাগুলি সারাইয়ের কাজ গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন৷

তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় রাজ্যের পঞ্চায়েতগুলিতে পঞ্চায়েত ভবন নির্মাণ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ঘর নির্মাণের সংস্থান রয়েছে। এই সমস্ত কাজে আরও গতি আনার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন।

পর্যালোচনা সভায় এমজিএন রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন প্রকল্প নিয়ে আলোচনা করেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প নিয়ে আলোচনা করেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে।

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মুখ্যসচিব কুমার অলক, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জে কে সিনহা এবং বিভিন্ন দপ্তরের সচিব এবং পদস্থ আধিকারিকগণ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?