Inauguration: খোয়াইয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে উপ অধিকর্তার কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৭ আগস্ট।। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও স্বনির্ভর রাজ্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সান্ত্বনা চাকমা।

আজ খোয়াইয়ের অফিসটিলাতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তার কার্যালয়ের নবনির্মিত পাকাবাড়ির উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান।

ন্যাশনাল প্রোগ্রাম ফর বোভাইন ব্রিডিং প্রকল্পে ৪২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নবনির্মত দ্বিতল বাড়িটি তৈরী করা হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বনির্ভর রাজ্য গড়ে তুলতে সরকার ব্যাপকভাবে কাজ করছে।

সেক্ষেত্রে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ নিজে উপার্জন করছেন পাশাপাশি অন্যকেও উপার্জন করতে উৎসাহিত করছেন।

তিনি বলেন, দুধ উৎপাদনে রাজ্যকে সমৃদ্ধ করে তুলতে ও দুধের চাহিদা মেটাতে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প বাস্তবায়ণে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। সরকার থেকে কোন সুবিধা পেলে তা সঠিক ভাবে বাস্তবায়ন করতে হবে। না হলে তা থেকে কোন ফল পাওয়া যায়না।

কাজেই সরকার থেকে প্রাপ্ত প্রতিটি স্কিমকে সঠিকভাবে কাজে লাগানোর মধ্য দিয়ে রাজ্যেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যকে সফল করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত বলেন, গ্রামীণ অর্থনীতি বিকাশে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বিরাট ভূমিকা নিতে পারে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প গুরুত্বপূর্ণ। তিনি গ্রামীণ অর্থনীতির বিকাশে মহিলাদের প্রাণী পালনে এগিয়ে আসতে আহ্বান জানান।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন, পোল্ট্রি, হাস, ছাগল, শূকর পালনের মাধ্যমে আত্মনির্ভর ও স্বনির্ভর হওয়া যায়।

প্রাণীপালনে মানুষকে সচেতন করে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডা. কে শশীকুমার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোয়াই মহকুমা শাসক অসিত কুমার দাস প্রমুখ। সভাপতিত্ব করেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?