স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট।। আজ বিকেলে পূর্ব বাধারঘাটস্থিত স্বাধীনতা সংগ্রামী গিরেন্দ্র চন্দ্র বণিকের বাসভবনে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শাল চাদর, পুস্পস্তবক ও ফলের ঝুড়ি দিয়ে তাঁকে সম্মানিত করেন।
পরবর্তী সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৯৪ বছর বয়সী স্বাধীনতা সংগ্রামীর স্বাস্থ্যের খোজ খবর নেন এবং পরিবারের বিষয়ে অবগত হন। মতবিনিময়ের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যদের সরকারি বিভিন্ন সহায়তার বিষয়ে আশ্বাস দেন।
সাক্ষাৎকারের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধায়ক মিমি মজুমদার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকগণ।
উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামী গিরেন্দ্র চন্দ্র বণিকের পরিবারে বর্তমানে ৩ ছেলে ও ২ মেয়ে এবং নাতি-নাতনিরা রয়েছেন।
স্বাধীনতা সংগ্রামী হিসেবে তিনি বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২৯ হাজার ৯০০ টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ৮০০ টাকা মাসিক ভাতা পাচ্ছেন।
এর পাশাপাশি ২১ জানুয়ারি, ২০০০ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী গিরেন্দ্র চন্দ্র বণিককে সম্মানিত করা হয়েছিল।