Terrorism: অসমে ট্রাক থামিয়ে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি, নিহত ৫, আগুন ধরিয়ে দেওয়া হল ট্রাকে

অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল অসম। জঙ্গিদের গুলিতে খুন ৫ জন ট্রাক চালক সহ খালাসি। আহত আরও একজন। খুন করার পর ট্রাকগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার অসমে দিমা হাসাও জেলায় দিয়ুংমুখ এলাকায় এই ঘটনা ঘটে। ডিমাশা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

দিমা হাসাও জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ জয়ন্ত সিং জানিয়েছেন, কিছুদিন আগে ডিএনএলএ নামের জঙ্গি সংগঠন এখানকার একটি সিমেন্ট কোম্পানির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। সম্ভবত দাবির টাকা না পেয়ে বৃহস্পতিবার রাতে তারা এই ঘটনা ঘটায়। রাতে দিয়ুংমুখের রাঙ্গেরবিল এলাকার একটি জায়গায় এসে ট্রাকগুলি বিশ্রাম নিচ্ছিল।

রাত আটটার দিকে সশস্ত্র কিছু লোক ট্রাকগুলো থামায়। এর মধ্যে ছয়টি ট্রাকে ছিল সিমেন্ট এবং একটিতে ছিল কয়লা। ট্রাকগুলিকে থামানোর লক্ষ্যেই একের পর গুলি ছোঁড়া হয়। এর কিছুক্ষণ পরেই ট্রাকগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল পাহাড় ঘেরা খুবই নির্জন। সেই সুযোগকেই কাজে লাগায় জঙ্গিরা। প্রায় পাঁচ-ছয়জনের একদল জঙ্গি এসে ট্রাকগুলির ওপর একযোগে হামলা চালায়। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে তারা। অনুমান কমপক্ষে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছুঁড়েছে জঙ্গিরা।

ট্রাকগুলির ভিতরে ছিলেন চালক ও খালাসি। গুলিবিদ্ধ হয়ে ট্রাকের ভিতরেই প্রাণ হারান পাঁচজন। সকলেই ট্রাকের চালক ও খালাসি। এর পর ৫টি ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের এপ্রিলে ডিএনএলএ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তারা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

দিমাসা অসমের একটি উপজাতি। ২০১১ সালের সমীক্ষা অনুযায়ী, দিমা হাসাও জেলায় প্রায় এক লাখ ৪২ হাজার ৪১৩ জন দিমাসা উপজাতির মানুষের বসবাস। নাগাল্যান্ডেও এ উপজাতির মানুষেরা বাস করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?