অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। ধর্ষণের অভিযোগে ফরাসি লেফট-ব্যাক বেনিয়ামিন মেন্দিকে বহিষ্কার করেছে ম্যানচেস্টার সিটি। ২৭ বছর ডিফেন্ডারের বিরুদ্ধে চারটি ধর্ষণ এবং একটি যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনটাই জানিয়েছে চেশায়ারের পুলিশ।
গত বছরের অক্টোবর থেকে এই বছরের আগস্টের মধ্যে ১৬ বছরের বেশি বয়সী তিনজন অভিযোগকারীর সঙ্গে সম্পৃক্ত রয়েছে মেন্দির বিরুদ্ধে ওঠা অভিযোগের।
অভিযোগের প্রেক্ষিতে মেন্দিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং শুক্রবার তাকে চেস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির জার্সিতে মেন্দিকে দেখা গেছে গত গত মৌসুমে। ২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকো ছেড়ে ৫২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইতিহাদে আসেন তিনি।